মধ্যপ্রাচ্য

নতুন তেল-গ্যাস ফিল্ডের সন্ধান পেয়েছে সৌদি

দুটি নতুন তেল ও গ্যাস ফিল্ডের সন্ধান পেয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি সৌদি অ্যারামকো। উত্তরাঞ্চলীয় এলাকায় ফিল্ডগুলো সন্ধান পাওয়ার কথা খোদ জানিয়েছেন দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রী।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাতে রোববার (৩০ আগস্ট) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জ্বালানিবিষয়ক মন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান আল-সৌদ জানান, উত্তরাঞ্চলীয় আরার শহর থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত আবরাক আল-তোলুলে নতুন তেল ফিল্ডের সন্ধান পাওয়া গেছে। যা থেকে দৈনিক ৩ হাজার ১৮৯ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া যাবে।  এ ফিল্ডে ব্যাপক পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়ার কথাও জানান তিনি।

অন্যদিক আল-জফ অঞ্চলে সন্ধান পাওয়া হাদাবাত আল হাজারা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১৬ লাখ কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা যাবে। গ্যাস ফিল্ডটি থেকে অপরিশোধিত তেলও উৎপাদন করা যাবে।

তবে দুটি ফিল্ড থেকে কী পরিমাণ তেল ও গ্যাস উৎপাদন করা যাবে, সে বিষয়ে সৌদি অ্যারামকো এখনও পরিষ্কার ধারণা পায়নি।


এলএবাংলাটাইমস/এলআরটি/এমই