মধ্যপ্রাচ্য

ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিল এরদোয়ান সরকার

দুই বছর পর ইসরায়েলে ফের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। ২০১৮ সালের মে'তে দেশটি ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরে নিয়েছিল।

ইসরায়েলে নিয়োগ দেওয়া তুরস্কের ওই নতুন রাষ্ট্রদূতের নাম ইউফুক উলুতাস (৪০)। যুক্তরাষ্ট্রে সদ্য বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের অংশ হিসেবে তুরস্ক ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল বলে খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে উলুতাসকে একজন 'অত্যন্ত মার্জিত, চতুর এবং ফিলিস্তিনপন্থী' হিসেবে উল্লেখ করা হয়েছে। জেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয়ে তিনি হিব্রু এবং মধ্য প্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশুনা করেছেন।

এর আগে তুরস্ক ২০১০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।   এলএবাংলাটাইমস/এলআরটি/এমই