মধ্যপ্রাচ্য

ভারত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ভারত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী বাহিনী। শনিবার সামরিক মহড়ার দ্বিতীয় দিনে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে রয়টার্স।

ইরান এমন সময় এই মহড়া চালাচ্ছে যখন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তেহরানের বিবাদ চরম আকার ধারণ  করেছে।

শুক্রবার মরুভূমিতে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও স্থানীয়ভাবে উৎপাদিত সামরিক ড্রোনের মহড়া চালিয়েছিল ইরান।

বিপ্লবী বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নীতি হচ্ছে, শত্রুর বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার।’

শনিবার মহড়ায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি এক হাজার ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সালামি বলেন, ‘আমরা এখন সাগরে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’   এলএবাংলাটাইমস/এলআরটি/এমই