মধ্যপ্রাচ্য

হাসপাতালে অক্সিজেন সিলিণ্ডার বিস্ফোরণ, ৮২ জনের মৃত্যু

ইরাকের বাগদাদ শহরের একটি বড় হাসপাতালে অক্সিজেন সিলিণ্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে অন্তত আরো ১১০ জন। ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখমাত্র মেজর জেনারেল খালেদ-আল মুহান্না জানান, বাগদাদের ইবন আল-খতিব হাসপাতালে এই দূর্ঘটনাটি ঘটেছে। হাসপাতালের দুইটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, অক্সিজেন সিলিণ্ডার বিস্ফোরণ হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। এই হাসপাতাল বাগদাদের অন্যতম বড় একটি চিকিৎসা কেন্দ্র। সাউথ-ইস্টার্ন বাগদাদের প্রায় সব রোগীকেই এখানে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীও ভর্তি ছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মী এবং হাসপাতালের কর্মীরা রোগীদের বাঁচাতে ছুঁটছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর হাসপাতালে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। মৃতদের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন রোগী কী না, এর বাইরেও আত্মীয়স্বজন বা কর্মী রয়েছে কী না- সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, 'সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ঘটনাস্থলে রয়েছে। তারা অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনার তদন্ত করে দেখছে'। বিবৃতিতে আরো জানানো হয়, সিভিল ডিফেন্স ও হাসপাতালের কর্মীরা অন্তত ২০০ জন রোগী ও তাদের স্বজনদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে৷ ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমী বলেন, এই ঘটনা একটি অপরাধ। এর পিছনে যাদের দায়িত্ব অবহেলা রয়েছে, তাদের শাস্তির আওতায় আনা হবে'। ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল ও নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে দূর্ঘটনার কারণ ও এর পিছনে কাদের অবহেলা রয়েছে- সেটি শনাক্তে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এলএবাংলাটাইমস/ওএম