মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ১১ দেশের জন্য খুলছে সৌদি আরব

করোনাভাইরাস সংক্রমণের জেরে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে জারি রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে ৩০ মে থেকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ১১ দেশের পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে দেশটি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এই খবর জানায়।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান।

খবরে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরবরাহ করা তথ্য বিচার করেই এই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

তবে এই দেশগুলো থেকে সৌদি আরবে আসা পর্যটকদের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে বলে খবরে জানানো হয়।

এর আগে গত ১৭ মে সৌদি আরব দেশটির নাগরিকদের জন্য বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়।

গত বছরের মার্চে সৌদি আরবে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, রোববার সকাল পর্যন্ত চার লাখ ৪৮ হাজার দুই শ' ৮৪ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। দেশটিতে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে সাত হাজার তিন শ' ৩৪ জনের।   এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]