মধ্যপ্রাচ্য

ফের গাজায় হামলা চালালো ইসরায়েল

যুদ্ধবিরতির মধ্যেই ফের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে ছোঁড়া আগুন বেলুনের জবাবেই হামলা চালানো হয়েছে বলে দাবি দখলদার জায়নিস্ট সেনাবাহিনীর। বুধবার (১৬ জুন) সকালে এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। তাদের দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে।
২১ মে যুদ্ধবিরতির পর এই প্রথম হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি দেশটিতে নতুন সরকার গঠন করেছে ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। ফলে সমাপ্ত হলো বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]