মধ্যপ্রাচ্য

সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গ্রুপের নেতা অপহৃত : ৩ তুর্কী সেনা নিহত

ইসলামিক স্টেট তথা আইএস মোকাবিলায় যুক্তরাষ্ট্র সিরিয়ায় যে গ্রুপটিকে প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়েছে তার নেতাকে অপহরণ করেছে আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট। ডিভিশন ৩০ নামক ওই গ্রুপ এবং লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা গত বৃহস্পতিবার এ খবর দিয়েছে। ডিভিশন ৩০ এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ার আলেপ্পো শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে নুসরা ফ্রন্ট গ্রুপটির নেতা নাদিম আল হাসানকে অপহরণ করেছে। এ সময় তার সঙ্গে থাকা কিছু সঙ্গীকেও অপহরণ করা হয় বলে বিবৃতিতে দাবি করা হয়। অপহৃতদের ছেড়ে দিতে নুসরার প্রতি আহ্বান জানিয়েছে গ্রুপটি।এদিকে, সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এবং অপর একটি বিরোধী গ্রুপ বলেছে, মার্কিন বাহিনী যে ৫৪ জনকে প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়েছে তার বেশিরভাগই অপহৃতদের মধ্যে রয়েছে। পার্শ্ববর্তী তুরস্কে ওইসব যোদ্ধাকে প্রশিক্ষণ দেয় মার্কিনবাহিনী। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, উত্তর আলেপ্পোর আজাজ এলাকায় একটি সমন্বয় সভা শেষে ফেরার সময় মঙ্গলবার রাতে তাদের অপহরণ করা হয়।অপর দিকে, তুরস্কের বিদ্রোহী গ্রুপ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের হামলায় দেশটির অন্তত তিন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে। গত বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিরনাকের আকেই জেলায় ওই হামলার ঘটনা ঘটে। তুর্কি সেনাবাহিনীর ওই বিবৃতির বরাত দিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে বলেছে, সেনাবাহিনীর একটি বহর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয়। এতে সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়। বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর ওই এলাকায় হেলিকপ্টার, ড্রোন (চালকবিহীন বিমান) এবং অতিরিক্ত সেনা সদস্য পাঠানো হয়েছে। সম্প্রতি দেশটির সুরুক জেলায় এক আত্মঘাতী হামলায় ৩২ জন নিহতের পর তুর্কি সেনাবাহিনী যখন পিকেকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তখন সর্বশেষ হামলার ঘটনা ঘটল। তুরস্কের পক্ষ থেকে সেনা অভিযান শুরুর পর সরকার ও বিদ্রোহীদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি হুমকির মুখে পড়েছে। ২০১৩ সালে পিকেকে ও দেশটির সরকারের মধ্যে শান্তি চুক্তি হয়। তিন দশকের বেশি সময় ধরে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসছে পিকেকে। রয়টার্স, ডিডব্লিউ।