মধ্যপ্রাচ্য

কোভিড টিকার ডোজ সম্পন্ন করা পর্যটকেরা সৌদি আরব যেতে পারবেন

মহামারি নভেল করোনাভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর সৌদি আরব শুক্রবার ঘোষণা দিয়েছে—টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করা বিদেশি পর্যটকদের জন্য তারা সীমান্ত পুনরায় খুলে দেবে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এ খবর জানিয়েছে।

তবে, ওমরাহ পালনে বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করেছে—সৌদি আরব পর্যটকদের জন্য তাদের দ্বার খুলে দেবে এবং পর্যটক ভিসাধারীদের প্রবেশাধিকারে স্থগিতাদেশ ১ আগস্ট থেকে প্রত্যাহার করে নেবে।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদি সরকারের অনুমোদন অনুযায়ী—ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসনের টিকা গ্রহণকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছাড়াই’ সৌদিতে প্রবেশ করতে পারবে। তবে পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের পিসিআর কোভিড-১৯ টেস্টে করোনা নেগেটিভের প্রমাণ ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দেখাতে হবে।

রিয়াদ তার তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যটনশিল্প গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করেছে।

সৌদি আরবে এখন পর্যন্ত পাঁচ লাখ ২৩ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে আট হাজার ২১৩ জনের।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]