মধ্যপ্রাচ্য

ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, নিহত ৪

ইসরায়েলের একটি শপিং সেন্টারে হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরে ‘বিগ শপিং সেন্টারে’ এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির।

হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শপিং সেন্টারের ভেতরে তিনজনকে হত্যা করে। সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর সময় সেন্টারের সামনে চাপা দিয়ে আরেকজনকে হত্যা করে।

হামলাকারী পালিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, হামলাকারী ইসরায়েলি আরব। তবে বিবিসি বিষয়টি নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা এটি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, শপিং সেন্টারের রাস্তার পাশে দাড়িওয়ালা এক ব্যক্তি হাতে বড় ছুরি নিয়ে দাঁড়িয়েছে আছে।

অপর এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি বন্দুকধারী একজনের মুখোমুখি হন, তাকে আঘাতের চেষ্টা করা হলে তিনি গুলি করেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]