মধ্যপ্রাচ্য

সব নারী ক্রু নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম যাত্রা

নারীর ক্ষমতায়নের একটি মাইলফলক স্থাপন করলো সৌদি আরব। প্রথমবারের মত সব নারী ক্রু নিয়ে যাত্রা করলো সৌদি আরবের একটি এয়ারলাইন্স। শনিবার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

ফ্লাইটটি পরিচালনা করে স্বল্প বাজেটের ফ্লাইডিল এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে ফ্লাইটটি জেদ্দায় পৌঁছায়। ফ্লাইডিলের মুখপাত্র ইমাদ ইস্কান্দারানি এ কথা জানান।

তিনি আরো জানান, আটজন ক্রু’র মধ্যে ফাস্ট অফিসারসহ সাতজনই সৌদি আরবের ছিলেন। তবে ক্যাপটেইন ছিলেন ভিনদেশী।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার ফ্লাইডিলের এই ঘোষণা নিশ্চিত করেছে। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে এভিয়েশন সেক্টরে নারীদের সম্প্রসারিত ভূমিকার কথা উল্লেখ করেছে।

উল্লেখ্য যে, ২০১৯ সালে প্রথম কোনো নারী কো-পাইলটের সাথে ফ্লাইট ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

সৌদি কর্মকর্তারা এভিয়েশন সেক্টরের দ্রুত সম্প্রসারণের চেষ্টা করছেন, যাতে দেশটি একটি বৈশ্বিক ভ্রমণ কেন্দ্রে পরিণত হয়।   এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]