মধ্যপ্রাচ্য

ইরানে আবারো রাষ্ট্রদূত পাঠানোর কথা ভাবছে আমিরাত

দুই দেশের মধ্যে সম্ভাব্য উত্তেজনা কমাতে ইরানে আবারো একজন রাষ্ট্রদূত পাঠানোর কথা ভাবছে সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার সাংবাদিকদের সাথে এক ভিডিও কলে আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, ‘আমরা এখন সত্যিই ইরানে একজন রাষ্ট্রদূত পাঠানোর বিষয়ে বিবেচনা করছি।’

তিনি বলেন, “আগামী দশকটি গত দশকের মতো হতে পারে না। এটি এমন একটি দশক যেখানে আঞ্চলিক ‘উত্তেজনা কমেছে’ মূল শব্দ হওয়া উচিত।”

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড ইরানের পারমাণবিক অস্ত্রের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়ার একদিন পর গারগাশ এই মন্তব্য করেছেন।    এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]