মধ্যপ্রাচ্য

ইসরাইলি রাষ্ট্রদূতের সাথে হ্যান্ডশেক না করায় বাহরাইনের কর্মকর্তা বরখাস্ত

বাহরাইনের নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত এইতান নায়ের সাথে হ্যান্ডশেক করতে রাজি না হওয়ায় বাহরাইনের একজন শীর্ষ পর্যায়ের নারী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার নির্দেশে বাহরাইনের সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান শেইখা মাই বিনতে মোহাম্মাদ আলে খলিফাকে বরখাস্ত করা হয়েছে। গত মাসে বাহরাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন সি বন্ডি তার বাবার স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এতে শেইখা মাইকেও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের সময় রাজপরিবারের সদস্য শেইখা মাই ইসরাইলি রাষ্ট্রদূত এইতান নায়ের সাতে হ্যান্ডশেক না করে হাত সরিয়ে নেন। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং তার উপস্থিতি নিয়ে কোনো ছবি প্রকাশ না করার জন্য মার্কিন দূতাবাসকে বলেন।

শেইখা মাই ২০ বছরের বেশি সময় ধরে বাহরাইনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বাহরাইনের প্রথম নারী তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাহরাইনের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ফোর্বস শেইখা মাইকে মধ্যপ্রাচ্যের ষষ্ঠ প্রভাবশালী আরব নারী হিসেবে তালিকাভুক্ত করেছিল। কিন্তু তিনি এক পর্যায়ে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেন।

এদিকে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন শেইখা মাইয়ের প্রতি সমর্থন জানিয়েছে। বাহরাইনের এ নারী কর্মকর্তা ইসরাইলের রাষ্ট্রদূতের সাথে হ্যান্ডশেক না করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার সাথে সংহতি প্রকাশ করে জিহাদ আন্দোলন বলেছে, তিনি সাহসী ও বাস্তব পদক্ষেপ নিয়েছেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]