মধ্যপ্রাচ্য

সিরিয়ায় বিমান হামলায় ৩৮ জন নিহত

আইএসের দখলে থাকা বিভিন্ন ঘাঁটির
ওপর বিমান থেকে বোমা নিক্ষেপ
করেছে সিরিয়ার সরকারী বাহিনী। এ
হামলায় কমপক্ষে আইএসের ৩৮ সদস্য নিহত
হয়েছে বলে জানিয়েছে মনিটর গ্রুপ।
বুধবার এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ান
অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের
ডিরেক্টর রামি আবেলরাহিম বলেন,
সরকারি বাহিনী আইএসের দখলে থাকা
পালমিরাসহ হোমসের আরও দুটি শহরে
বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে।
এ হামলায় হতাহতের ঘটনা ঘটে।
রাশিয়ার সহায়তায় সম্প্রতি সিরিয়ান
বিমানবাহিনী আইএসের নিয়ন্ত্রণে
থাকা ঘাঁটিগুলোর ওপর ব্যাপক হারে
বিমান হামলা পরিচালনা করছে বলে
জানান রামি। এদিকে বিদ্রোহী
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে,
তারা একজন নারীসহ তার ৫ সন্তানকে
মুক্তি দিয়েছে। আইএসের নিয়ন্ত্রণে
থাকা সিরিয়ার উত্তরাঞ্চল থেকে
পালানোর সময় তাদের অপহরণ করা
হয়েছিল।