ইসরায়েলের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অধিকৃত জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের উপাসনার অনুমতি দেওয়ার মাধ্যমে ইসরায়েল এটি করতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাতের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মঙ্গলবার এ কথা বলেন আব্বাস। তিনি বলেন, 'পবিত্র স্থানটিতে (আল-আকসা) ইহুদি উপাসকদের প্রবেশ করতে দেওয়া হবে উসকানিমূলক। ফিলিস্তিনিরা অবশ্যই এটি প্রতিহত করবে। তিনি আরও বলেন, আমরা আল-আকসা ও চার্চসমূহকে বসতি নির্মাণকারী এবং চরমপন্থিদের হাত থেকে রক্ষা করব। এ সময় তিনি ইসরায়েলি আচরণের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দেন। আব্বাসের এ বক্তব্যের আগে মঙ্গলবার এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েল। ইসরায়েল অধিকৃত এ ভূখণ্ডে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই এ ঘটনা ঘটল। আল জাজিরা।