মধ্যপ্রাচ্য

প্রায় ৫ কোটি ফলের গাছ রোপণের ঘোষণা সৌদি আরবের

৪০ লাখ লেবু গাছসহ দেশজুড়ে মোট ৪ কোটি ৯০ লাখ ফলের গাছ রোপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। নাগরিকদের ফলের চাহিদা পূরণ, চরমভাবাপন্ন প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন এবং কৃষিজ উৎপাদন বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এসপিএর প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকার ২০৩০ সালের মধ্যে জ্বালানি তেলের পাশাপাশি দেশটির অন্যান্য অর্থনৈতিক খাতও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। এরই অংশ হিসেবে এ প্রকল্প নেওয়া হয়েছে। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আগামী ৭ বছরে ২ ধাপে এসব গাছ রোপন করা হবে। এর মধ্যে বিভিন্ন প্রজাতির ৪ কোটি ৫০ লাখ ফলের গাছ সৌদির আসির, আলবাহা ও জাজান অঞ্চলে রোপন করা হবে। এছাড়া রাজধানী রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, নিজরান, কাসিম, মদিনা, আলবাহা, আসির ও জাজানের বিভিন্ন এলাকায় ৪০ লাখ লেবুগাছ লাগানো হবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস