মধ্যপ্রাচ্য

তুরস্কের ভূমিকম্প: উদ্ধারকাজে রওনা দিল ভারতীয় দল

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নিতে ভারত থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী দলের প্রথম ব্যাচ। আজ মঙ্গলবার ড্রিলিং মেশিন-সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকারী দলের তুরস্কে রওনা দেওয়ার কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানায়, জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের (এনডিআরএফ) সঙ্গে রয়েছে ত্রাণসামগ্রী, ওষুধপত্র ও মেডিকেল যন্ত্রপাতি। নিয়ে যাওয়া হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে সোমবার তিনি লিখেছেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। প্রার্থনা করি, আহতরা দ্রুত সেরে উঠুন। তুরস্কের এই ভূমিকম্পের ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বিপর্যয়ের মোকাবিলায় সমস্ত রকম সাহায্য নিয়ে তুরস্কের পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত। এদিকে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নিহতের সংখ্যা মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৩০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন কয়েক হাজার। তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। পরে আরও কয়েকবার শক্তিশালী কম্পন (আফটার শক) অনুভূত হয়।




এলএবাংলাটাইমস/আইটিএলএস