মধ্যপ্রাচ্য

আল কায়েদা সদস্য আদেলের মাথার দাম ১ কোটি ডলার

মিশরের স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা ও আল কায়েদার গুরুত্বপূর্ণ সদস্য সায়েফ আল আদেলকে ধরা অথবা মারার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র। খবর আরব নিউজের। সায়েফ আল আদেল এখন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির ‘অপ্রতিদ্বন্দ্বী’ নেতা বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। আল কায়েদা আয়মান আল জাওয়াহিরির কোনো উত্তরাধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তিনি গত বছর কাবুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বলে বিশ্বাস করা হয়; এটি ২০১১ সালে প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর থেকে সংগঠনটির জন্য সবচেয়ে বড় আঘাত ছিল, যা তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন, জাওয়াহিরির উত্তরাধিকার অস্পষ্টই রয়ে গেছে; কিন্তু আল কায়েদার ঝুঁকি নিয়ে জাতিসংঘের ওই পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে: 'নভেম্বর ও ডিসেম্বরের আলোচনাগুলোতে অনেক সদস্য রাষ্ট্র এই ধারণাটি গ্রহণ করেছে যে সায়েফ আল আদেল ইতোমধ্যে গোষ্ঠীটির আসল ও অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে কাজ করছেন।'



এলএবাংলাটাইমস/আইটিএলএস