মধ্যপ্রাচ্য

১১ মার্চ পতাকা দিবস ঘোষণা সৌদি আরবের

প্রতি বছর ১১ মার্চ পতাকা দিবস পালনের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। খবর: আরবনিউজ’র। রাজকীয় এক আদেশে বাদশাহ সালমান বলেন, ‘১১ মার্চ সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজ আল-সৌদ পতাকাটির অনুমোদন দিয়েছিলেন। এজন্য দিনটিকে পতাকা দিবস হিসেবে পালনের জন্য বেছে নেওয়া হলো। সবুজের গায়ে সাদা তলোয়ারের ওপর ইসলামের কালিমায়ে শাহাদাত সংবলিত পতাকা মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে বলেও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস