মধ্যপ্রাচ্য

৮৫ মিটার গভীর একটি কুয়া থেকে উদ্ধার মানুষ

পবিত্র মক্কা নগরীর বাইয়ে ওয়াদি নুমান
এলাকায় ৮৫ মিটার গভীর একটি কুয়া থেকে
উদ্ধার করা হয়েছে এক ব্যক্তিকে। তিনি
পাকিস্তানি নাগরিক। অনলাইন সৌদি গেজেট
বলেছে, তিনি ওই কুয়াটির পাড় পরিষ্কার করার
সময় পা পিছলে ভিতরে পড়ে যান। কুয়াটি ৮৫
মিটার গভীর ও ৫ মিটার ব্যাসের। এ খবর
ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সিভিল
ডিফেন্সের লোকজন তাকে উদ্ধারে
নেমে পড়েন। সিভিল ডিফেন্সের
মুখপাত্র ক্যাপ্টেন নায়েফ আল শরীফ
বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিভিল
ডিফেন্সের লোকজন সেখানে
উপস্থিত হয়। তারা দীর্ঘ সময় চেষ্টা
চালিয়ে ওই ব্যক্তিকে কুয়ার গভীর
থেকে উদ্ধার করে। বর্তমানে তাকে
একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।