মধ্যপ্রাচ্য

আফগানিস্তানে আইএসের রেডিও স্টেশন!

ইসলামিক স্টেট (আইএস) নামক আন্তর্জাতিক
জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানে চালু করেছে
তাদের রেডিও স্টেশন। আইএসে যোগ দিতে
রেডিও স্টেশন থেকে আহ্বান জানানো হচ্ছে।
আল-জাজিরা তার প্রতিবেদনে জানায়, নতুন সদস্য
সংগ্রহ ও প্রোপাগান্ডা চালাতে জঙ্গি সংগঠনটি পরিচালনা
করছে এই রেডিও স্টেশন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি আন্দোলনে
তরুণদের আকৃষ্ট করতে রেডিওতে ঘণ্টাব্যাপী
খিলাফত প্রতিষ্ঠার রুপরেখা তুলে ধরছে আইএস।
এতে মূলত সরকার বিরোধী প্রচারণা ও আইএস
জঙ্গিদের স্বাক্ষাতকার প্রচারে প্রধান্য দেয়া
হচ্ছে। এ ছাড়া আইএসের সংগীতও প্রচার করা হয়।
দেশটির আচিন প্রদেশের গভর্নর হাজি ঘালিব আল
জাজিরাকে বলেন, আফগানিস্তানে আইএস
জঙ্গিদের উত্থান আরো শক্তিশালী হচ্ছে। একই
সঙ্গে এই রেডিও স্টেশনটি আইএসে যোদ্ধা
নিয়োগে সহায়তা করছে। এর ফলে তারা আরো
বেশি ভয়াবহ হতে পারে।
তিনি বলেন, আইএসের লক্ষ্য হচ্ছে এই রেডিও
স্টেশনটি ব্যবহার করে মানুষের মগজ ধোলাই করা।
তবে আমরা এটি শনাক্তের পর বন্ধ করার চেষ্টা
করছি। আলজাজিরা।