সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ছয় বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দাহরান-জুবাইল মহাসড়কে কাতিফ সেন্ট্রাল হসপিটালের কাছে এ দুর্ঘটনা ঘটে।রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মিজানুর রহমান বলেন, সাতজন বাংলাদেশি শ্রমিক একটি ভ্যানে করে জুবাইলের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তার ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।ওই ভ্যানের আরেক বাংলাদেশি এবং অন্য গাড়ির আরেক সৌদি নাগরিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন বলে মিজানুর রহমান জানান।নিহতরা হলেন- বরিশালের উজিরপুরের আবদুল হাকিমের দুই ছেলে শহিদুল ও বাবুল; পটুয়াখালীর কেশবপুরের শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম; আবদুল করিমের ছেলে সিরাজুল ইসলাম; ভোলার রানা শাহাবুদ্দিন এবং আবু বকরের ছেলে শরিফ।এছাড়া সাইফুল নামে আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।