মধ্যপ্রাচ্য

১৬০ ফুট পানির নিচে ইফতার ও নামাজ

সউদি আরবের জেদ্দায় লোহিত সাগরের ১৬০ ফুট পানির নিচে ইফতার করলেন প্রখ্যাত পাকিস্তানি ডুবুরি ইয়াহিয়া ইশফাক। পানির নিচে ইফতারের এই ঘটনাটি দুই পর্বে বিভক্ত। প্রথম পর্ব শুরু হয় আসরের নামাজের পর। এ সময় ইয়াহিয়া ও তাঁর দলের লোকেরা (ওমর জান, আইউব প্যাটেল ও জাহিদ বাট) উত্তর অবহার ল্যাপল্যাগ সৈকতের পানির নিচে আলোর সরঞ্জাম, বসার মাদুর এবং সউদি আরব ও পাকিস্তানের পতাকা নেয়া ও স্থাপনের কাজ শুরু করেন। দ্বিতীয় পর্বে ছিল খেজুর ও ফলমূল দিয়ে ইফতার।
দলের সবাই রোজা রেখেছিলেন। ঘড়িতে ইফতারের সময় হতেই পানির নিচে আজান দেন ওমর জান। এরপর তাঁরা পানির নিচেই ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন। ইয়াহিয়া ইশফাক পরে বলেন, আমি আমার এই রেকর্ড ইভেন্টটি আমার প্রিয় দল, ২০১৭ সালের পাকিস্তান সুপার লিগ (এসপিএল) চ্যাম্পিয়ন পেশওয়ার জুলমিকে উৎসর্গ করছি। আমি জাওয়াদ আফ্রিদির ফ্যান। পেশওয়ার জুলমির টি-শার্ট পরেই আমি পানির নিচে ইফতার করতে গিয়েছি।
তিনি জানান, ২৪ ঘণ্টায় ৫০ লাখ মানুষ ভিডিওটি দেখেছে এবং লাইক করেছে। এটা একটা রেকর্ড। এর আগে কেউ কখনো ১৬০ ফুট পানির নিচে ইফতারও করেনি, নামাজও পড়েনি। সূত্র : সউদি গেজেট