মধ্যপ্রাচ্য

কাতারের উপর অবরোধ অব্যাহত রাখবে মিসর

কাতারের উপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মিসর। সোমবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, তার সরকার সৌদি জোটের সঙ্গে একত্রিত থেকে কাতারের উপর নিষেধাজ্ঞা বহাল রাখবে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনে অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাতার।
আলেক্সান্দ্রায় এক তরুণ সম্মেলনে সিসি বলেন, মিসর তার অবস্থানে অটল থাকবে। আমরা তাদের উপর নিষেধাজ্ঞা অটল রাখবো।
শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ঘোষণা দিয়েছিলেন তার সংলাপের জন্য প্রস্তুত। কুয়েত এই সংকটের সমাধানে মধ্যস্থতা করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিও সংলাপের আহ্বান জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানও এই সংকট নিরসনে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন।