নিউইয়র্ক

বাংলাদেশে শান্তি দেখতে চাই - কংগ্রেসওম্যান গ্রেস মেং

নিউইয়র্ক থেকে :মার্কিন কংগ্রেসে ফরেন রিলেশন্স কমিটির সদস্য ও বাংলাদেশ ককাসের প্রভাবশালী সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেছেন, ‘ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখছি। আমরা সামগ্রিক পরিস্থিতির শান্তিপূর্ণ অবসান দেখতে আগ্রহী। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পালন করছে- এটি নিশ্চিত হতে চাই।’২০ ফেব্রুয়ারি রাতে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অতিথি ছিলেন এই কংগ্রেসওম্যান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে কংগ্রেসওম্যান বলেন, ‘পরিস্থিতির উন্নয়নে স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা লক্ষ্য রাখছি এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করছি।