নিউইয়র্ক

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন -এর অমর একুশে পালন

হাকিকুল ইসলাম খোকন(বাপ্‌স নিউজ),নিউইয়র্ক থেকে :ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এস্টোরিয়ার সাউন্ড ভিউ অডিটোরিয়ামে একুশের বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস আলমের পরিচালয় অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। পরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বিভিন্ন সংগঠন সাউন্ডভিউ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পম্যাল্য অর্পণ করে। একুশ উদযাপন উপলক্ষে ‘চেতনায় একুশ’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেছেন স্বপন বড়–য়া।যেসব সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আয়োজিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট-এর কনসাল জেনারেল শামীম আহসান। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পুরো অনুষ্ঠানটি যাদের সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল তারা হলেন রুহুল আমীন সরকার, ইভান চৌধুরী, শারমিন ইভা ও সুমী। উপস্থাপনা ছাড়াও তাদের আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা এনে দেয়।