নিউইয়র্ক

আমেরিকা প্রবাসী লেখক অভিজিৎ রায়ের হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ

হুমায়ূন আজাদের পর আবার গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় বই মেলার পাশেই অভিজিৎ রায়কে সন্ত্রাসীরা এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় তাঁর সাথে থাকা স্ত্রী রাফিদা আহমেদকেও হত্যা করার চেষ্টা করে। আমরা এই হত্যাকান্ডের আমরা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অভিজিৎ রায়ের হত্যাকারীদের সনাক্ত করে বাংলাদেশের বুকে যেন এধরণের ঘটনা না ঘটে তার নিশ্চয়তা চাচ্ছি। হুমায়ূন
আজাদের পর আর একজন অসাম্প্রদায়িক বিজ্ঞান মনস্ক মানুষেরে এরকম অকাল মৃত্যু হলো বইমেলা প্রাঙ্গণে।
গত সপ্তাহে অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী বাংলাদেশের বইমেলায় যোগ দিতে আটলান্টা থেকে ঢাকায় পৌছেন। গতকাল বইমেলা শেষে রাত ৯টায় বাংলা একাডেমী থেকে বের হয়ে টিএসসির বটতলার কাছে পৌছালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করার চেষ্টা চালায়। এসময় শাহবাগ থানার একজন কর্মকর্তা ও কর্তব্যরত একজন আলাকচিত্র সাংবাদিক তাঁদের বাঁচাবার জন্য ঢাকা মেডেকল কলেজে নিয়ে গেলে অভিজিৎ রায়ের মৃত্যু হয়। অভিজিৎ রায় থাকতেন আমেরিকার জর্জিয়া স্টেটের আটলান্টায়। ধর্মের নামে গোড়ামী ও বিজ্ঞান মনস্ক লেখালেখি করা ছাড়াও মুক্তমনা নামে একটি ওয়েবসাইট করে তিনি পৃথিবীর সকল মুক্তমনের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।