নিউইয়র্ক

নিউইয়র্কের স্কুলের ছুটির তালিকায় মুসলমানদের দুই ঈদ

নিউইয়র্কে মুসলিমদের জন্য অবিস্মরণীয় সু খবর । যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের পাবলিক স্কুলগুলেতে ঈদের ছুটি ঘোষণার প্রজ্ঞাপণ জারি হয়েছে, যা ছিল শহরবাসী মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি। বুধবার নিউ ইয়র্ক শিক্ষা বোর্ড ঈদের ছুটির এই ঘোষণা দেওয়ার পর মুসলিম সম্প্রদায় তাকে স্বাগত জানিয়েছে। নিউ ইয়র্কের পাবলিক স্কুলের ১১ লক্ষাধিক ছাত্র-ছাত্রীর প্রায় ২০% মুসলমান। এ সিদ্ধান্ত হওয়ায় এখন থেকে তারা খ্রিস্টান ও ইহুদির মতো মত ঈদের সময় দুদিন ছুটি পাবে। শিগগিরই তা স্কুল ক্যালেন্ডারে সংযোজন করা হবে বলে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো সাংবাদিকদের জানিয়েছেন। গত বছরের নির্বাচনে বিজয়ী মেয়র বিল ডি ব্লাসিয়োর নির্বাচনী অঙ্গিকার ছিল এটি। গত ২ মার্চ মেয়রের সঙ্গে এক বৈঠকে তাকে অঙ্গীকারের কথা স্মরণ করিয়েয়ে ছিলেন কংগ্রেস সদস্য গ্রেস মেং। নতুন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট লেটিটা জেমস।তিনি গণ মাধ্যমকে বলেন, “এর ফলে বহুজাতিক এই শহরের সেই মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটলো যে, আমরা ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠি নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজের মাধ্যমে সামনে এগিয়ে যেতে বদ্ধপরিকর।” কংগ্রেসে ডেমক্রেট সদস্য গ্রেস মেং বলেন, “এ ঘটনাটি মুসলিম-আমেরিকানদের জন্যই শুধু নয়, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী প্রতিটি আমেরিকানের জন্য বড় একটি অর্জনের ঘটনা। সামাজিক সম্প্রীতির বন্ধনকে এ ঘটনা আরও সংহত করতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।” দুই ঈদের দিন সরকারি ছুটি ঘোষণার দাবিতে নিউ ইয়র্ক স্টেট এসেম্বলিতে একটি বিল উঠিয়ে তা পাস করিয়েছিলেন গ্রেস মেং।