নিউইয়র্ক

নিউইয়র্কে ৩২২ পুলিশ আক্রান্ত: প্রথম অফিসারের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ৩২২ সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডেনিস ডিকসন নামের এক পুলিশ অফিসার মারা গেছেন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তিনিই প্রথম কোনো পুলিশ অফিসার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। ডিকসন দীর্ঘ ১৪ বছর সুনামের সাথে এনওয়াইপিডি ডিপার্টমেন্টে কাজ করেছেন। নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার ডেরমট শিয়া ফক্স-৫ কে এ তথ্য জানান।

কমিশনার আরও উল্লেখ করেছেন যে , বুধবার রাত অবধি ৩২৩৭ কর্মকর্তা অসুস্থ হয়েছেন যা স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি।
 
এদিকে, করোনায় অনেক বাংলাদেশি-আমেরিকান  বংশোদ্ভূত পুলিশ অফিসার আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে মাহবুবুর রহমান জুয়েল নামের এক পুলিশ অফিসার সুস্থ হয়েও উঠছেন। হাসপাতালে সিট সঙ্কটের কারণে নিজ বাসায় জুয়েল কোয়ারেন্টাইনে আছেন। জুয়েল গণামাধ্যমকে জানান, সবকিছু মেনে চললে ৯দিনের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবো এমনটাই চিকিৎসক বলেছেন।

যুক্তরাষ্ট্র প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে।দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারেরও বেশি এবং মারা গেছেন ১ হাজার ৩০০ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন দেশটির নিউইয়র্কে। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারেরও বেশি এবং মারা গেছেন ৪৬৬ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই