নিউইয়র্ক

নিউইয়র্কে করোনায় বাংলাদেশি মুয়াজ্জিনের মৃত্যু

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরো একজন বাংলাদেশী। আজ ২৭ মার্চ (শুক্রবার) কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে বাবুল আহমেদ নামের ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহে… রাজিউন)।

জানা যায়, করোনায় মৃত্যুবরণকারী বাবুল আহমেদ জ্যাকসন হাইটসের খাবার বাড়ির মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি বাবুল ভাই নামেই কমিউনিটিতে বেশি পরিচিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ (শুক্রবার) জ্যাকসন হাইটস মসজিদে শেষ জুম্মার আজান ও বক্তব্য দিয়েছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন, ‘আমাদের অনেক ভাই করোনায় আক্রান্ত, সবার জন্য দোয়া করি। এই মহামারি থেকে রক্ষা পেতে সবাই নিজ নিজ গৃহে থেকে ইবাদত করবো।’আর সেই ভয়ঙ্কর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজেই মারা গেলেন বাঙালি কমিউনিটির সবার প্রিয় ‘বাবুল ভাই’।

এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে এ পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে৷ সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ৯৩ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৩৮৫ জন৷ শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৫১৯জন৷

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই