নিউইয়র্ক

বাংলাদেশি অধ্যুষিত অরেঞ্জ কাউন্টিতে করোনায় আক্রান্ত ৪৩২, মারা যায় ৪ জন



ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি বাঙালি অধ্যুষিত অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসে  আক্রান্ত হয় মোট ৪৩২ জন। আর মরণব্যাধী এই ভাইরাসে মারা যায় মোট ৪ জন। কাউন্টির স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে এমন সংবাদ প্রকাশ করে অনলাইন পোর্টাল এবিসি৭। 


কিন্তু অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে এই বিষয়ে কোন আপডেট দেখা যায়নি। আজ রবিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় হয়তো এমনটি ঘটেছে। 

এর আগে গত শুক্রবার অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এর আগ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা যায় নি এই কাউন্টিতে।

তাছাড়া, স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী কভিড-১৯ (করোনা ভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মারা যায় ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ৫ জন।

এলএ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৩৩২ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।

/এলএ বাংলা টাইমস/