নিউইয়র্ক

কভিড-১৯; মারা গেলে গ্র্যামি এ্যাওয়ার্ড প্রাপ্ত বিখ্যাত সঙ্গীত শিল্পী জো ডিফি


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) আক্রান্ত হয়ে মারা গেলেন গ্র্যামি এ্যাওয়ার্ড প্রাপ্ত মার্কিন সঙ্গীত শিল্পী জো ডিফি। আজ রবিবার মরণব্যাধী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ডিফির মারা যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার জনসংযোগ কর্মকর্তা। 


গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে এমন তথ্য জানানো হয়। সেইসাথে এই বিবৃতিতে গুণী এই শিল্পীর পারিবারিক নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়ে গুরুত্ব প্রদানের অনুরোধ করা হয়। 

এর আগে, গত শুক্রবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান এই শিল্পী। একইসাথে তিনি তার সকল ফ্যানদের এই ভাইরাসটি বিষয়ে সতর্ক করেছিলেন। 

১৯৯৮ সালে মেরেল হ্যাগার্ড, ক্লিন্ট ব্ল্যাক এবং এমিলিও হ্যারিসের সাথে যৌথভাবে ‘সেইম ওল্ড ট্রেন’ শিরোনামের একটি সঙ্গীতের ভোকালের জন্য গ্র্যামি জিতেছিলেন এই মার্কিন শিল্পী।

তুলসার এলাকায় বসবাসকারী এই নিজের নামে 20 টিরও বেশি গান রচনা করেছিলেন। এর মধ্যে ১০টি সঙ্গীত খুবই জনপ্রিয় ছিল। সেইসাথে ভাইরাসে আক্রান্ত হয়ে  মৃত্যুর আগ পর্যন্ত ১৩ টি অ্যালবাম প্রকাশ করেন। 

/এলএ বাংলা টাইমস/