নিউইয়র্ক

করোনা: নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

নিউইয়র্কে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাঁচাতে নিজের জীবন বাজি রেখে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।
 
প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক মোঃ ইফতেখার নিউইয়র্কের ব্রঙ্কস নর্থ হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে নিউইয়র্ক সাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন। ইফতেখারের দেশের বাড়ি মানিকগঞ্জে।
এদিকে করোনা আক্রান্ত হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নার্স। তিনি নিউইয়র্কের আইনস্টাইন ও মাউন্ট সিনাই হাসপাতালে কর্মরত। হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীকে আইসিউতে ভেন্টিলেটর লাগানোর সময় ওই রোগীর মাধ্যমে তিনি সংক্রমিত হন। বর্তমানে তিনি চিকৎসাধীন আছেন। 
সর্বশেষ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৮২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির নিউইয়র্কেই ভাইরাসে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই