নিউইয়র্ক

করোনা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ আরও ৮ জনের মৃত্যু

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে বর্তমানে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র।ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি ও স্বাস্থ্যসেবা খাত।

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। মঙ্গলবার এই মরণব্যাধি ভাইরাসে প্রাণ গেল বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক নিউইয়র্ক ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা: মামুন আলির। এছাড়া মারা গেছেন শরীফ আহমদ, এনাম উদ্দিন, বীণা মজুমদার,এম রহমান মুক্তা, রানা বেগম, বুলবুল আহমদ ও নব্বই উর্ধ্ব এক বাংলাদেশি নারী।
 
যুক্তরাষ্ট্রে এ নিয়ে ১৩৫ জন বাংলাদেশির করোনায় মৃত্যু হয়েছে। যার মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনা হানা দিয়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক। সেখানেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৮৬। অপরদিকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৭ জনের।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই