নিউইয়র্ক

বড়বড় কোম্পানির বিজ্ঞাপন হারিয়ে বিপাকে ফেসবুক


ফেসবুক নিয়ে বিতর্কের যেন শেষ নেই। এবার প্রতিষ্ঠানটি ফেঁসে গেছে বর্ণবাদী আচরণের অভিযোগে। কালোদের বিরুদ্ধে করা বিভিন্ন পোস্ট ফেসবুকে ঘুরে বেড়ানোয় ক্ষেপেছে বড়বড় কোম্পানিগুলো। ইউনিলিভার, কোকাকোলাসহ অন্যরা জানিয়েছে তারা ফেসবুকে নিজেদের বিজ্ঞাপন বন্ধ করে দেবে।


প্রায় শতাধিক কোম্পানি ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তাই বিপুল ক্ষতির মুখে পড়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। আনুমানিক ৭২০ কোটি ডলার সম্পদমূল্য হারিয়েছেন তিনি। ছিটকে গেছেন ধনীর তালিকায় তিন নম্বর জায়গা থেকেও। 

বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বিজ্ঞাপন বন্ধের খবর জানাতেই বড় ক্ষতি হয় ফেসবুকের। শুক্রবার শেয়ার দরপতন ঘটে ৮.৩ শতাংশ। ফেসবুক বাজার মূল্য হারায় ৫ হাজার ৬শ কোটি ডলার। শুধু বিজ্ঞাপন নয় ফেসবুকেও নিজেদের বিনিয়োগ বন্ধের ঘোষণা দিয়েছে ইউনিলিভার।

সংকট থেকে বাঁচতে নতুন উপায় বের করেছে ফেসবুক। সংবাদ মূল্য রয়েছে  এমন যেকোনো পোস্টে ‌‘সম্ভাব্য ক্ষতিকারক’ লেবেল সেঁটে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মার্ক জাকারবার্গ লাইভে এসে বলেছেন, রাজনীতিবিদদের যেসব পোস্ট সংবাদযোগ্য তা এখন থেকে চিহ্নিত করে দেওয়া হবে।

বিদ্বেষ ছড়াতে ফেসবুক ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ আগেও ছিল। তবে এবার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর সে বিতর্ক আরও জোরাল হয়েছে। ‘ঘৃণা ছড়ানোর বিনিময়ে মুনাফা বন্ধ করো’ এমন হুঁশিয়ারি তুলছেন মার্কিনিরা। এরপর থেকেই বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো নিজেদের সতর্ক অবস্থানের কথা জানায়। চাপে পড়ে যায় ফেসবুক।


এলএ/বাংলা টাইমস/এনএইচ