নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্যাপক গুলাগুলি : নিহত ৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিদ্বন্দ্বী কয়েকটি বাইকার গ্যাংয়ের গোলাগুলিতে নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।
রোববার স্থানীয় সময় দুপুরের পর টেক্সাসের ওয়াকো শহরের ব্যস্ত বিপণি এলাকায় টুইন পিকস স্পের্টস বার অ্যান্ড গ্রিল নামের একটি রেস্তোরাঁর সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
মাইকেল লোগান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, অন্তত ৩০টি অস্ত্র থেকে কয়েকশ রাউন্ড গুলি ছোঁড়া হয়।
এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন, হাসপাতলে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার আকস্মিকতায় রেস্তোরাঁয় উপস্থিত হতবিহ্বল গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা খাবার রাখার একটি হিমঘরে আশ্রয় নেন। পরে পুলিশ এসে পাহারা দিয়ে তাদের সরিয়ে নেয়।  
ওয়াকো পুলিশের ধারণা, রেস্তোরাঁর পার্কিং স্পেসে বাইক রাখার জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বাইকারদের পাঁচটি দল এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।    
স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডব্লিউ প্যাট্রিক সোয়ানটন জানান, মারামারি শুরু হয় ঘোষাঘুষি দিয়ে। এরপর চেইন, গদা, ছুরি এবং শেষপর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রুপগুলো রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দেয়।  
সার্জেন্ট সোয়ানটন জানান, গোলাগুলি শুরুর পর পুলিশ সেখানে অবস্থান নেয় এবং অস্ত্রসহ অন্তত তিনজনকে গ্রেফতার করা হয়।