নিউইয়র্ক

ঘরে বসিয়ে আর বেকার ভাতা দেওয়া অসম্ভব: অর্থমন্ত্রী মানুচিন


করোনাভাইরাসের এই সংকটে আমেরিকানদের সপ্তাহ প্রতি ৬০০ ডলার করে বেকার ভাতা দেওয়া হচ্ছে। তবে তা বাড়ানোর আশা করা যাচ্ছে না অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনের এক মন্তব্যের পর। রোববার তিনি বলেছেন, মানুষদের ঘরে বসিয়ে আর বেকার ভাতা দেওয়া সম্ভব নয়।


গত সপ্তাহে শেষ হওয়া এই ভাতা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, এটা চলমান রাখলে বাইরে কাজে যাচ্ছেন এমন অনেক আমেরিকানকে বাড়তি অর্থ দেওয়া হয়ে যাবে। 

তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই প্রক্রিয়ার কারণে বেকারত্ব বেড়েছে। আমরা সমস্যার সমাধান করতে চাই ও সঠিক হবে তারা কাজে ফিরে গেলে।

‘অনেক ক্ষেত্রেই তারা কাজ করে যতটা অর্জন করত। ঘরে বসে তার চেয়ে বেশি কামাচ্ছে। এতে অর্থনীতির জন্য একটি ইস্যু তৈরি হয়েছে’ যোগ করেন তিনি।

স্বল্পমেয়াদি প্রণোদনায় রাজি নন ডেমোক্র্যাটরা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে সম্মতি নিতে চাচ্ছেন। ফেডারেল আনইমপ্লয়মেন্ট ইনস্যুরেন্সে ৬০০ ডলার করে সপ্তাহে দেওয়া হতো। এটির সময় বৃদ্ধি করা না হলে অনেক আমেরিকান ঋণগ্রস্ত হবেন।

এলএবাংলাটাইমস/এনএইচ