নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে দ্বিতীয়ধাপের প্রণোদনা হতে পারে ১২০০ ডলার

মহামারি করোনাভাইরাসে নাকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। তাই দেশটির কর্মহীন মানুষদের দ্বিতীয়ধাপে প্রণোদনা দেওয়ার প্রক্রিয়া দ্রুতই শুরু করছে দেশটির সরকার। 


দ্বিতীয়ধাপে প্রণোদনার জন্য যোগ্য ব্যক্তিদের মাসে সর্বোচ্চ ১২০০ ডলার করে দেওয়া হবে বলে ঐক্যমতে পৌঁছেছে ডেমোক্রেট, রিপাবলিক ও হোয়াইট হাউসের প্রতিনিধি দল। 


বেকারভাতার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য পে রোল প্রোটেকশন প্রোগ্রামের আওতায় একটি প্রণোদনা বিলের প্রস্তাব রাখা হয়েছে। ব্যবসায়ীরা যেনো ট্যাক্স ও কর্মচারীদের বেতন ভাতা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে পারে, সেজন্য এই বিলটি উত্থাপন করা হয়েছে। 


তাছাড়া প্রথমধাপে যারা বেকারভাতার জন্য যোগ্য বিবেচিত হয়নি, তাদের জন্যও আলাদা একটি বিল পাশের প্রস্তাব রাখা হয়েছে। 


এর কারণ হিসেবে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যারা কাজ করছে তাদের থেকেও কর্মহীনরা ভাতা হিসেবে অনেক বেশি টাকা পাচ্ছে। তাছাড়া ভাতা না কমালে অনেকেই কাজে ফিরে যেতে চাইবে না বলেও জানান তিনি। 


এলএবাংলাটাইমস/ওএম