নিউইয়র্ক

মাস্ক নিয়ে লঙ্কাকাণ্ড ম্যানহাটন বিচে

মুখে মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের ম্যানহাটন বিচে লঙ্কাকাণ্ড ঘটে গেছে সম্প্রতি। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, মাস্ক না পরায় একজনের মুখে কফি ছুঁড়ে মারে এক দম্পতি। 

গণমাধ্যম সূত্রে জানা যায়,  দুই বন্ধু কফিশপে বসে আড্ডা দিচ্ছিলো। তাদের নাম ম্যাট রয় ও হার্নান্দেজ। এ সময় তাদের মুখে মাস্ক ছিলো না। আড্ডাতে তারা মাস্কের গুরুত্বহীনতা নিয়ে কথা বলছিলো। এমন সময় পাশেই বসে থাকা এক দম্পতি তাদের কথা শুনে রেগে যায় ও মাস্ক পরতে বললে অস্বীকৃতি জানায় তারা। 

এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে একজনের মুখে কফি ছুঁড়ে মারা হয়।  পরবর্তীতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  এ সময় একজনের নাক থেকে রক্ত বের হয়ে যায় ও অন্য আরেকজনের শার্ট ছিঁড়ে যায়।

ম্যাট রয় ভিডিওবার্তায় বলেন, আমরা দুইজন মাস্ক বিরোধী। আমরা কফি খাচ্ছিলাম ও এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। এ সময় পাশ থেকে এক দম্পতি আমাদের কথা শুনে ও রেগে যায়। আমাদের মাস্ক পরতে বললে অস্বীকৃতি জানালে একজন কফি ছুঁড়ে মারে। 

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে সবাইকে বুঝিয়ে বিষয়টির নিষ্পত্তি ঘটায়। 


এলএবাংলাটাইমস/ওএম