নিউইয়র্ক

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইসাইয়াসে ব্রুকলিনে বিল্ডিং ধস

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইসাইয়াসে নিউইয়র্কের ব্রুকলিন শপিং করিডোরে তিনতলা একটি বিল্ডিং ধসে গেছে। কিন্তু এই ঘটনায় কেউ আহত হয়নি। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উইলিয়ামসবার্গের ২০৪ বেডফোর্ড এভিনিউ এর একটি বিল্ডিং এর দুইটি তলা ধসে পড়ে জানায় নিউইয়র্ক ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট। 

ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট সূত্র জানায়, ধারণা করা হচ্ছে ঝড়ের কারণে বিল্ডিং ধসের ঘটনা ঘটেছে৷ কেউ এই ঘটনায় আহত না হলেও বিল্ডিং এর নিচে থাকা একটি গাড়ি ও ডজ চার্জারের মারাত্মক ক্ষতি হয়েছে। 

জানা গেছে, ধসে পরার সময় বিল্ডিং এ কেউ ছিলো না। দুর্ঘটনার পর আশেপাশের মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড় ইসাইয়াসে নিউইয়র্কে কিছু গাছ ও বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 


এলএবাংলাটাইমস/ওএম