নিউইয়র্ক

ক্লাস শুরুর প্রথমদিনেই করোনা আক্রান্ত সেকেন্ড গ্রেডের ছাত্র

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর প্রথমদিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সেকেন্ড গ্রেডের এক ছাত্র। 



চেরোকি কাউন্টির সিক্সেস এলিমেন্টারি স্কুলে সোমবার (৩ আগস্ট) থেকে ক্যাম্পাসে ক্লাস চালু করা হয়েছে। কিন্তু সেকেন্ড গ্রেডের এক ছাত্রের করোনাভাইরাস টেস্টে পজেটিভ আসায় মঙ্গলবারই ক্লাসরুমটি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ওই ক্লাসের শিক্ষক ও ২০জন ছাত্রকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। 



এ ঘটনার পর অভিভাবকরা তাদের বাচ্চাদের পুনরায় স্কুলে ফিরে যাওয়াকে নিরাপদ মনে করছেন না। এদিকে স্কুল কর্তৃপক্ষ ক্লাস বন্ধ করার বিপক্ষে। 


করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের গবেষকরা শিশুদের মাধ্যমে কিভাবে করোনাভাইরাস ছড়ায় সেটার কূল-কিনারা করতে ব্যস্ত, তখনই এমন একটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 


ন্যাশনাল ইন্সটিটিউশন অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. এন্থোনি ফাউসি বলেন, স্কুলগুলোর উচিত ক্যাম্পাসে ক্লাস শুরুর আগে সঠিক স্বাস্থ্যবিধি প্রনয়ণ করা'। 


উল্লেখ্য, চেরোকি কাউন্টির স্কুলগুলোতে এখন পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়নি। শুধু বলা হয়েছে যখন সোশ্যাল ডিসটেন্স রাখা যাবে না, তখন মাস্ক পরা যেতে পারে। 


এলএবাংলাটাইমস/ওএম