নিউইয়র্ক

নিউইয়র্কে আইন অমান্য করে পার্টি করার সময় প্রমোদতরী আটক

নিউইয়র্কে ১৭০জনের বেশি মানুষ সমাগমসহ পার্টি চলার সময় প্রমোদতরী আটক করা হয়েছে। নিউইয়র্কের শেরিফ ডিপার্টমেন্ট সূত্রে জানা যায়, 'স্টেট এন্ড সিটি ইমার্জেন্সি' লংঘন করায় প্রমোদতরীটি আটক করা হয়েছে। 

শেরিফ অফিস টুইটার সূত্রে জানায়, ম্যানহাটন পিয়ার এর কাছে লিবার্টি বেলে নামের এক প্রমোদতরীতে আইন লংঘন করে পার্টি চলাকালীন সময় তাদের আটক করে শেরিফের ডেপুটিরা। 

শেরিফ সূত্র আরো জানায়, প্রমোদতরীর চালক রনি ভার্জাস ও এলেক্স সাউজোর বিরুদ্ধে পারমিট ছাড়া চলাচল, লাইসেন্সবিহীন বার ও স্টেট ইমার্জেন্সি লংঘনের অভিযোগ আনা হয়েছে। 

নিউইয়র্কের গভর্নর এন্ড্র‍্যু কুয়োমো ঘটনাটিকে দায়িত্বজ্ঞানহীন ও বেআইনি বলে আখ্যা দিয়েছেন। 

প্রকাশিত এক ছবিতে দেখা যায়, তিনতলা বিশিষ্ট প্রমোদতরীতে ১৭০জনেও বেশি মানুষ পার্টি করছে। কিন্তু সেখানে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছিলো কি না, সেটি বোঝা যাচ্ছিলো না।

উল্লেখ্য, করোনাভাইরাসে বিপর্যস্ত রাজ্যটি সংক্রমণ বন্ধে সব ধরণের পার্টি ও জনসমাগম নিষিদ্ধ করেছে। 

এলএবাংলাটাইমস/ওএম