নিউইয়র্ক

দ্বিতীয়ধাপের বেকারভাতা পাওয়া যেতে পারে ১২ দিনেই

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মহীনরা বেকারভাতার দ্বিতীয় কিস্তি বিল পাশ হওয়ার বারোদিনের মধ্যেই পেয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মুনচিন। 

দেশটির শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে তিনি জানান, কংগ্রেসে বিল পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে সই করার পরবর্তী বারোদিনের মধ্যেই কর্মহীনদের কাছে ভাতা পৌঁছে যেতে পারে।

দ্বিতীয় ধাপের বেকারভাতার পরিমাণ কতো নির্ধারিত হবে, এই বিষয় নিয়ে এখনো রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে দর কষাকষি চলছে। আগামী ৭ আগস্টের মধ্যে বিষয়টির নিষ্পত্তি হবে। এমন সময় স্টিভেন মুনচিনের এই বিবৃতি কর্মহীনদের জন্য আশা জাগানিয়া হিসেবে মনে করা হচ্ছে।

বিবৃতিতে স্টিভেন মুনচিন আরো বলেন, বিলটি যদি আগামীকালই পাশ হয়ে যায়, তবে আমি পরদিন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট করা শুরু করবো। 

মঙ্গলবার ডেমোক্রেট সিনেটর চাক শুমার রিপাবলিকানদের সাথে সমাঝোতা বন্ধ করে দেওয়ার আহবান জানান। তিনি রিপাবলিকানকদের শীর্ষ নেতা মিচ ম্যাককনেলকে উদ্দেশ্য করে বলেন, তাদের সাথে আলোচনা করার কোনো অবস্থা নেই। এমনকি তারা নিজেরাই সুসংহত অবস্থানে নেই। 

তবে মিচ ম্যাককনেল বলেন, বেকারভাতা সাপ্তাহিক ৬০০ ডলারের বেশি করার জন্য আমরা দর কষাকষি চালিয়ে যাবো। 


এলএবাংলাটাইমস/ওএম