করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কয়েকদিন পরেই মিটিং এর তারিখ ছিলো গভর্নরের।
গভর্নর অফিস সূত্র জানিয়েছে, গভর্নর মাইক ডিওয়াইনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষন এখন পর্যন্ত প্রকাশ পায়নি। তবে করোনা টেস্টে পজেটিভ এসেছেন তিনি।
ক্লেভেল্যান্ডের বুর্কে লেকফ্রন্ট এয়ারপোর্টে ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা ছিলো গভর্নর মাইকের। সেটার প্রটোকল হিসেবেই করোনাভাইরাসের টেস্ট করানোর পর ফলাফল পজেটিভ আসে গভর্নরের।
গভর্নর অফিস সূত্র বিবৃতিতে আরো জানায়, গভর্নর মাইক ডিওয়াইন কলম্বাসে ফিরে আসছেন। সেখানে তাকে এং তার স্ত্রীকে আবারো করোনাভাইরাসের টেস্ট করানো হবে।
আগামী ১৪ দিন ওহাইও এর নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে থাকার পরিকল্পনা করেছেন গভর্নর, জানিয়েছে গভর্নর অফিস।
এলএবাংলাটাইমস/ওএম
গভর্নর অফিস সূত্র জানিয়েছে, গভর্নর মাইক ডিওয়াইনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষন এখন পর্যন্ত প্রকাশ পায়নি। তবে করোনা টেস্টে পজেটিভ এসেছেন তিনি।
ক্লেভেল্যান্ডের বুর্কে লেকফ্রন্ট এয়ারপোর্টে ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা ছিলো গভর্নর মাইকের। সেটার প্রটোকল হিসেবেই করোনাভাইরাসের টেস্ট করানোর পর ফলাফল পজেটিভ আসে গভর্নরের।
গভর্নর অফিস সূত্র বিবৃতিতে আরো জানায়, গভর্নর মাইক ডিওয়াইন কলম্বাসে ফিরে আসছেন। সেখানে তাকে এং তার স্ত্রীকে আবারো করোনাভাইরাসের টেস্ট করানো হবে।
আগামী ১৪ দিন ওহাইও এর নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে থাকার পরিকল্পনা করেছেন গভর্নর, জানিয়েছে গভর্নর অফিস।
এলএবাংলাটাইমস/ওএম