নিউইয়র্ক

'ক্যালিফোর্নিয়ায় তরুনদের কারণে বাড়ছে করোনা সংক্রমণ'

ক্যালিফোর্নিয়ায় তরুনদের কারণে রাজ্যটির বাসিন্দাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়ছে বলে সতর্ক করেছে রাজ্যটির কর্তৃপক্ষ। 

তরুনদের বিশাল জনসমাগমসহ পার্টি ও অন্যান্য জমায়েত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জ্বালানি হিসেবে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

লস এঞ্জেলেসের পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, রাজ্যটিতে করোনাভাইরাসে আক্রান্তের হার দ্বিতীয়বারের মতো বেড়েছে। এবারের ধাপে তরুনদের মধ্যে ভাইরাসটি ছড়ানো ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। 

বর্তমানে আক্রান্ত হওয়া ৬০ শতাংশের বয়সই ৫০ এর নিচে বলেও জানান তিনি।

বারবারা ফেরের আরো বলেন, তরুনরা মনে করতে পারে সংক্রমণের ক্ষেত্রে তারা কম ঝুঁকিতে রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তরুনরা এই মহামারি ভাইরাসটির 'সুপার স্প্রেডার' হতে পারে। বিশেষ করে বয়স্কদের মধ্যে ছড়ানোর প্রভাবক হিসেবে কাজ করতে পারে তরুনরা। 

গুটিকয়েক মানুষ এই ভয়াবহ মহামারির সময় কেনো সম্পূর্ণ কমিউনিটিকে ঝুঁকিতে ফেলছেন, এই প্রশ্নটি এখন সামনে আসা উচিত - যোগ করেন বারবারা ফেরের। 


এলএবাংলাটাইমস/ওএম