নিউইয়র্ক

ট্রাম্পের রিসোর্ট থেকে একে৪৭ সহ তিন কিশোর গ্রেফতার

ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে একে৪৭ রাইফেলসহ তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।


পাম বিচ পুলিশের গাড়ি রিসোর্টের দিকে আগানোর সময় তারা কিশোরদের ওই দলটিকে ধাওয়া করে। প্রেসিডেন্ট ট্রাম এ সময় রিসোর্টে ছিলেন না এবং রিসোর্টটি বর্তমানে বন্ধ রয়েছে। 

পুলিশের মুখপাত্র মাইকেল অগরডনিক জানান, ছেলেগুলোর গাড়ি রিসোর্টের ২ মাইলের মধ্যে পার্ক করা ছিল। পুলিশ যখন তাদের দিকে তল্লাশির জন্য আগায় তখন তারা পালানোর চেষ্টা করে। 

পুলিশের একটি প্রতিবেদনে জানানো হয়, পুলিশ ধাওয়া করলে তারা গাড়ি থেকে বের হয় ক্লাবের ভেতর ঢুকে যায়। ঢোকার সময় তারা একটি ব্যাকপ্যাক ফেলে যায় যেটির ভিতর একটি সেমি-অটোমেটিক রাইফেল ও ১৪ রাউন্ড ম্যাগাজিন ছিল। 

মাইকেল অগরডনিক আরও বলেন, “ওদের কোনো ধারণাই ছিল না ওরা কোথায় ঢুকছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবার যদি তখন ভেতরে উপস্থিত থাকতো তাহলে সিক্রেট সার্ভিসের দ্বারাই হয়তো ওদেরকে গুলি করা হতো।”

গ্রেফতারকৃত কিশোরদের বিরুদ্ধে অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশ, অস্ত্রসহ চুরি ও গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 







এলএ বাংলা টাইমস/এমকে