নিউইয়র্ক

হয় বিক্রি করো, নয়তো ভাগো '- টিকটককে ট্রাম্প

চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে চীনের চলমান 'কোল্ড ওয়ার' আরো জমে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে এক এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে স্পষ্ট জানান, হয় টিকটক এপটিকে সেপ্টেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে হবে, অথবা অচিরেই তাদের ব্যবসা গুটিয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে। 

জনপ্রিয় ভিডিও শেয়ারিং এপ টিকটকের পাশাপাশি ভিডিও ও অডিও ম্যাসেজিং এপ উইচ্যাটের প্রতিও একইরকম এক্সিকিউটিভ অর্ডার দাখিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যথায় দুইটি এপকেই নিষিদ্ধ করা হবে দেশটিতে।

যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট ৫০ বিলিয়ন ডলারের বিনিময়ে টিকটক কিনে নেওয়ার প্রস্তাব জানিয়েছিলো। কিন্তু সেই চুক্তিটিও বাতিল হয়ে যায়। 

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে এপটির প্রায় ১০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। আমেরিকার ব্যবহারকারী ও এনালিস্টদের মতে, খুব শীঘ্রই এপটি ২০০ মিলিয়ন ব্যবহারকারী অতিক্রম করবে। 


তবে, যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশেষজ্ঞ ও এক্টিভিস্টদের মতে, টিকটক নিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক। রাজনীতি বিশেষজ্ঞ নানযালা নাইবোলা বলেন, আমেরিকার মতো একটি দেশে নাগরিকরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করবে, সেটার উপর বিধিনিষেধ আরোপ মোটেও কাম্য নয়। ভারত, ইরানের পর আমেরিকাও জনগণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চাইছে। 

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প চীনা মালিকানাধীন টিকটক নিষিদ্ধের ঘোষনা দেওয়ার পরপরই দেশটির ব্যবহাকারীদের মধ্যে উদ্বেগ প্রকাশ পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে জনপ্রিয় এই এপটিকে নিষিদ্ধ করতে চাইছে ট্রাম্প।

এলএবাংলাটাইমস/ওএম