নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখের বেশি, সর্বোচ্চ আক্রান্ত ক্যালিফোর্নিয়ায়

মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ২০০ জন। এরমধ্যে প্রাণঘাতী ভাইরাসটির কারণে দেশটিতে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৭৬৭ জন।

শনিবার (৯ আগস্ট) বিকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গতকাল মধ্যরাত পর্যন্ত দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৩৮ হাজার ৬৭৬ জন। মারা গেছে আরো ৬৭৭ জন। 

দেশটির রাজ্যগুলোর মধ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়াতে। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৩৩৪ জন। এরমধ্যে রাজ্যটিতে নতুন মৃতের সংখ্যা আরো ২৮। এরপরই আক্রান্তের দিক থেকে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ফ্লোরিডা ও টেক্সাস। এরমধ্যে ফ্লোরিডাতে নতুন মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 
তবে, দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনাভাইরাস টেস্ট এর সংখ্যা আগের থেকে কমে গেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। 

সাম্প্রতিক এক বিশ্লেষণে গবেষকরা জানাচ্ছেন, গত দুই সপ্তাহ ধরে ২২টি রাজ্যতে টেস্টের পরিমাণ তিন দশমিক ছয় শতাংশ হ্রাস পেয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম