নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ার বর্ডারসহ আশেপাশের দুই মাইল এলাকাজুড়ে রবিবার (৯ আগস্ট) সকালে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 
এলেঘানি কাউন্টি থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পটির কম্পন সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়া ছাড়াও জর্জিয়া এবং ৩০০ মাইল দূরবর্তী আটলান্টাতেও মৃদু ছড়িয়ে যায়।


তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি বিল্ডিং এ ফাটল ধরেছে ও শহরের বাসিন্দাদের আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

স্পার্টার মেয়র ওয়েস ব্রিনেগার ভূমিকম্পের কম্পনে ঘুম থেকে জেগে উঠেন। পরবর্তীতে প্রতিক্রিয়ায় তিনি জানান, আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো আমার বিছানার নিচ থেকে একটি প্রবল ঢেউ ভেসে আসছে। আমি সারাজীবন এখানে থেকেও এমন অভিজ্ঞতার সম্মুখীন হইনি কখনো। 

সিটি কাউন্সিলম্যান কোল এডওয়ার্ডও ভূমিকম্প টের পেয়ে দ্রুত জেগে উঠেন। তিনি প্রতিক্রিয়ায় বলেন, আমার বাড়িতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেশকিছু আসবাব ও ছবি দেয়াল থেকে খসে পরেছে। 

নর্থ ক্যারোলিনা জিওলজিক্যাল সার্ভে সূত্র জানিয়েছে, অঞ্চলটিতে ১৯২৬ সালের পর এটিই সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের ঘটনা। 

এলএবাংলাটাইমস/ওএম