নিউইয়র্ক

আবারো মিথ্যা বললেন ট্রাম্প, ধরা পরে সংবাদ সম্মেলন ত্যাগ

সংবাদ সম্মেলনে নির্দ্বিধায় মিথ্যা বলার অভ্যাস নতুন নয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে শনিবার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মিথ্যা বলে পার পেলেন না তিনি। সাংবাদিকদের প্রশ্নের তোড়ে অবশেষে সংবাদ সম্মেলন ছেড়ে পালিয়ে বাঁচেন ট্রাম্প। 

শনিবার নিউজার্সির নিজের ব্যক্তিগত গলফ ক্লাবটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। সেখানে সংবাদ সম্মেলন এক পর্যায়ে ট্রাম্প দাবি করেন, ভেটেরনাস চয়েস প্রোগ্রামটি তার আমলে পাস করানো হয়েছে। কিন্তু বস্তুত সাবেক সেনা কর্মকর্তাদের চিকিৎসা সহায়তা সংক্রান্ত এই বিলটি পাস পরিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। 

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেটেরনাস চয়েস প্রোগ্রামটি পাস করার জন্য অনেকেই দশকের পর দশক চেষ্টা করে গেছেন। কিন্তু এটি পাস করাতে সমর্থ হয়েছি আমরাই। 

এই বিবৃতির পরপরই সিবিএস নিউজের এক প্রতিনিধি ট্রাম্পকে মিথ্যা বলার দায়ে চেপে ধরেন। পলা রেইড নামের প্রতিনিধি ট্রাম্পকে বলেন, ভেটেরনাস চয়েস প্রোগ্রাম আপনি পাস করেননি। এটি ২০১৪ সালে পাস হয়েছে। আপনি মিথ্যা বলছেন। 

এ কথা শুনেই ট্রাম্প অন্য সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু পলা রেইড ট্রাম্পকে আরো চেপে ধরায় অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে তড়িঘড়ি সংবাদ সম্মেলন ত্যাগ করেন তিনি। 


এলএবাংলাটাইমস/ওএম