নিউইয়র্ক

ট্যাক্স ও রাজনীতির দুশ্চিন্তায় নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা


আমেরিকায় যেতে কার না ইচ্ছা হয়? এবার নাকি সে মার্কিনিরাই দেশ ছাড়ছেন। বাতিল করে দিচ্ছেন নিজেদের নাগরিকত্ব। ট্যাক্স ও বিবিধ গবেষণা প্রতিষ্ঠান বামব্রিজ অ্যাকাউন্টসের এ তথ্য জানিয়েছে। চলতি ২০২০ সালের প্রথম ৬ মাসে রেকর্ড সংখ্যক যুক্তরাষ্ট্রের নাগরিক ভিন্ন দেশের নাগরিকত্ব নিয়েছেন। 


এ বছরের প্রথম ছয় মাসে ৫ হাজার ৮০০ মার্কিনি তাদের নাগরিকত্ব বাতিল করেছেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল মাত্র ২ ০৭২ জন। মার্কিন সরকার প্রতি তিনমাস পর পর নাগরিকত্ব সংক্রান্ত হালনাগাদ তথ্য দেয়। সেখান থেকেই এ উপাত্ত জানা যায়।

বামব্রিজ অ্যাকাউন্টস বলছে, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক খারাপ অবস্থা ও ট্যাক্সের চাপেই তারা নাগরিকত্ব ছাড়ছে। এছাড়া করোনাভাইরাস পরিস্থিতি ও ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা তাদের দেশ ছাড়তে বাধ্য করছে।

যেসব নাগরিকরা যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করছেন, তাদেরও ট্যাক্স রিটার্নস দাখিল করার নিয়ম রয়েছে। এসব ঝামেলায় আমেরিকানদের নাগরিকত্ব ছাড়ার এই প্রবণতা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এনএইচ